ই পাসপোর্ট করতে কি কি লাগে? বাংলাদেশ ই পাসপোর্ট ২০২৩

বাংলাদেশ ই পাসপোর্ট ২০২৩

ই পাসপোর্ট হলো ইলেকট্রনিক পাসপোর্ট। বাংলাদেশের যে কোনো নাগরিক যার কাছে একটি সাধারন পাসপোর্ট বা ডিজিটাল জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্র আছে সে চাইলে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

পাসপোর্ট, ই-পাসপোর্ট, ই পাসপোর্ট করতে কি কি লাগে? ,বাংলাদেশ ই পাসপোর্ট ২০২৩
ই পাসপোর্ট করতে কি কি লাগে? 

ই পাসপোর্ট করতে কি কি লাগে?

ই পাসপোর্টের আবেদন করার জন্য নিচের জিনিস গুলো আপনার দরকার হবেঃ-
  1. অনলাইন আবেদনের প্রিন্টেট কপি
  2. এক সেট সাধারন পাসপোর্টের ফটোকপি (১-২পেজ)
  3. ডিজিটাল জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
  4. ঠিকানার প্রমান পত্র বিলের কপি
  5. মা এবং বাবার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি( আবেদন কারি শিশু হলে বাধ্যতা মূলক)
  6. পেশা সনদের ফটোকপি
  7. চেয়ারম্যান সার্টিফিকেট বা প্রশংসাপত্র

অপ্রাপ্ত বয়স্কদের বা বাচ্চাদের জন্য ই পাসপোর্ট করতে কি  কি লাগে?

বাচ্চাদের ই পাসপোর্ট করতে যা যা লাগে তা নিচে দেওয়া হলোঃ-
  • অনলাইন আবেদন এর প্রিন্ট কপি
  • পাসপোর্ট আবদনের সামারির প্রিন্ট কপি
  • ফ্রি প্রদানের স্লিপের মূল কপি
  • নাগরিক সনদ এবং জন্ম নিবন্ধনের ইংরেজি ভার্সন
  • যাদের পূর্বে পাসপোর্ট ছিলো তাদের সেই পাসপোর্টে ফটোকপি
  • পেশা সনদ পত্র যদি থাকে 

৬ বছর পর্যন্ত বাচ্চাদের জন্য ই পাসপোর্ট করতে কি কি লাগে?

৬ বছর পর্যন্ত বাচ্চাদের ই পাসপোর্ট করতে যা যা লাগে তা নিচে দেওয়া হলোঃ-
  • পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। মূল কপি সাথে রাখা ভালো
  • সাদা ব্যাকগ্রাউন্ডের 3R সাইজের এক কপি ছবি
  • পাসপোর্ট সাইজ ছবি এক কপি
  • পিতা মাতার জয়েন্ট ছবি ২ কপি
  • পেশা ডিপেন্ডেন্ট দিলে পেশা প্রমানের কোনো সার্টিফিকেট লাগে না

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন