দুরন্ত বেবি সাইকেলের ছবি ও দাম ২০২৩
বর্তমানে সাইকেল হলো একটি গুরুত্বপূর্ন নিত্য প্রয়োজনীয় জিনিস। সাইকেল বড় ছোট সবাই ব্যবহার করে। তবে ছোটরা সাইকেল বেশি ব্যবহার করে। ছোটদের মধ্যে ছাত্র ছাত্রীরা বেশি সাইকেল ব্যবহার করে। কারন তারা স্কুলে যাতায়াত করার জন্য সাইকেল বেশি পছন্দ করে। এছাড়াও সাইকেল একটি শখের বিষয়।এছাড়াও সাইকেল চালানোর মাধ্যমে মানসিক বিকাশ এবং এক্সারসাইজও হয়। তাই প্রায় বাবা মাই তাদের ছেলে মেয়েকে সাইকেল কিনে দেন। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার বাংলাদেশের সেরা সাইকেল ব্র্যান্ড দুরন্ত এর বেবি সাইকেলের দাম ও ছবি।
You may like this post:
বেবি সাইকেল প্রাইস ইন বাংলাদেশ ২০২৩
দুরন্ত বেবি সাইকেলের অনেক গুলো মডেল রয়েছে। মডেল অনুযায়ী এই সাইকেল গুলোর আকার ও দাম ভিন্ন ভিন্ন। মডেল অনুযায়ী এদের রং ও ভিন্ন। তবে সব গুলো গতিশীল এবং মানেও ভালো। স্পোক গুলো মজবুত এবং দেখতে সবগুলোই স্টালিশ। নিচে মডেল অনুযায়ী দাম ও ছবি দেওয়া হলোঃ
১. দুরন্ত কিডস বাইসাইকেল পাইলটস - দাম ৪৬৩৪ টাকা। নিচে এর ছবি দেওয়া হলোঃ
![]() |
দুরন্ত কিডস বাইসাইকেল পাইলটস |
![]() |
দুরন্ত কমান্ডো ১২ কিডস |
৩. দুরন্ত প্রাইম ১৪ কিডস - দাম ৫১৮৩ টাকা । নিচে এই বেবি সাইকেল টির ছবি দেওয়া হলোঃ
৪. দুরন্ত পাইলট প্লাস ১৬ কিডস - দাম ৫৮৫৪ টাকা । নিচে এই দুরন্ত সাইকেলটির ছবি দেওয়া হলোঃ
![]() |
দুরন্ত পাইলট প্লাস ১৬ কিডস |
৫. দুরন্ত ডিরেক্টর ১৬ কিডস - দাম ৬০৯৮ টাকা। নিচে সাইকেলটির ছবি দেওয়া হলোঃ
![]() |
দুরন্ত ডিরেক্টর ১৬ কিডস |
সেরা কিছু পোষ্টঃ
আশা করি বুঝতে পারছেন বাংলাদেশে দুরন্ত বেবি সাইকেলের দাম। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করুন। এরকম নতুন নতুন পোষ্ট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।