বাংলাদেশ ই পাসপোর্ট ফি ২০২৩
![]() |
ই পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৩ |
বর্তমানে বাংলাদেশে সাধারন পাসপোর্ট এর পাশাপাশি ই পাসপোর্ট ( ইলেক্ট্রনিক পাসপোর্ট ) সেবাও চালু হয়েছে। ই পাসপোর্ট এর জন্য আবেদন করার সময় আপনাকে আবেদন ফি দিতে হবে। ই পাসপোর্ট আবেদন ফি অটোমোটিক হিসাব করা হয় এবং অনলাইনে পেমেন্ট করতে হবে। অনলাইন পেমেন্ট ছাড়াও আপনি চাইলে নিম্নউক্ত ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ব্যাংক গুলো হলোঃ
- ওয়ান ব্যাংক
- প্রিমিয়ার ব্যাংক
- সোনালী ব্যাংক
- ট্রাস্ট ব্যাংক
- ব্যাংক এশিয়া
- ঢাকা ব্যাংক
এই ব্যাংক গুলো নির্ধারন কৃত ফি জমা দেওয়া যাবে।
ই পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৩
পাসপোর্টের মেয়াদ, পৃষ্ঠা এবং ডেলিভারির উপর ই পাসপোর্ট ফি নির্ভর করে। বাংলাদেশের ই পাসপোর্ট করতে কত টাকা লাগে তা নিচে দেওয়া হলোঃ-
৫ বছরের মেয়াদ সহ ৪৮ পৃষ্ঠার ই পাসপোর্ট করতে কত টাকা লাগে?
- ২১ দিনে ডেলিভারি ৪০২৫ টাকা
- ১০ দিনে ডেলিভারি ৬৩২৫ টাকা
- ২ দিনে ডেলিভারি ৮৬২৫ টাকা
১০ বছরের মেয়াদ সহ ৪৮ পৃষ্ঠার ই পাসপোর্ট করতে কত টাকা লাগে?
- ২১ দিনে ডেলিভারি ৫৭৫০ টাকা
- ১০ দিনে ডেলিভারি ৮০৫০ টাকা
- ২ দিনে ডেলিভারি ১০৩৫০ টাকা
৫ বছরের মেয়াদ সহ ৬৪ পৃষ্ঠার ই পাসপোর্ট করতে কত টাকা লাগে?
- ২১ দিনে ডেলিভারি ৬৩২৫ টাকা
- ১০ দিনে ডেলিভারি ৮৬২৫ টাকা
- ২ দিনে ডেলিভারি ১২০৭৫ টাকা
১০ বছরের মেয়াদ সহ ৬৪ পৃষ্ঠার ই পাসপোর্ট করতে কত টাকা লাগে?
- ২১ দিনে ডেলিভারি ৮০৫০ টাকা
- ১০ দিনে ডেলিভারি ১০৩৫০ টাকা
- ২ দিনে ডেলিভারি ১৩৮০০ টাকা