ডিজিটাল জন্ম নিবন্ধন করতে কি কি লাগে? Bdris.gov.bd

ডিজিটাল জন্ম নিবন্ধন করতে কি কি লাগে? Bdris.gov.bd

এই পোস্টের মাধ্যমে আমি শেয়ার করবো ডিজিটাল জন্ম নিবন্ধের করার জন্য কি কি ডকুমেন্ট লাগে। বর্তমানে যারা জন্ম নিবন্ধনের আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য এই পোষ্ট টি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন জানা যাক জন্ম নিবন্ধন করতে কি কি লাগে?

জন্ম নিবন্ধন কি?

জন্ম নিবন্ধন হলো একটি শিশুর জাতীয়তা নিশ্চিত করার সবচেয়ে প্রথম ধাপ। জন্ম নিবন্ধন দ্বারা একটি শিশুর যাবতীয় তথ্য সরকারের খাতায় নথীবদ্ধ হয়। যা সেই শিশুর জাতীয়তা এবং সকল অধিকার নিশ্চিত করতে সাহায্য করে। 


ডিজিটাল জন্ম নিবন্ধন করতে কি কি লাগে?

বয়স বেধে ডিজিটাল জন্ম নিবন্ধন করতে এক এক জনের বিভিন্ন ডকুমেন্ট লাগে । নিচে বয়স ভেধে জন্ম নিবন্ধনের জন্য প্রয়জনীয় ডকুমেন্টের তালিকা দেওয়া হলোঃ

জন্ম-নিবন্ধন,জন্ম নিবন্ধন যাচাই, জন্ম নিবন্ধন করতে কি কি লাগে?, Bdris.gov.bd
ডিজিটাল জন্ম নিবন্ধন করতে কি কি লাগে? Bdris.gov.bd

০-৪৫ দিনের বাচ্চাদের জন্ম নিবন্ধন করতে কি কি লাগে?

  • আবেদন ফরম পূরনের প্রিন্ট কপি
  • আবেদন কারীর এক কপি পাসপোর্ট সাইজ ছবি
  • হাসপাতাল হতে প্রাপ্ত সনদের ফটোকপি (সত্যায়িত)
  • আবেদন কারীর বাবা এবং মায়ের ডিজিটাল জন্ম সনদের প্রিন্ট কপি
  • আবেদন কারীর অভিবাকের ট্যাক্স প্রদানের ফটোকপি
  • বাবা এবং মায়ের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি

৪৫ দিন - ৫ বছরের বাচ্চাদের জন্ম নিবন্ধন করতে  কি কি লাগে?

  • আবেদন ফরম পূরনের প্রিন্ট কপি
  • আবেদন কারীর এক কপি পাসপোর্ট সাইজ ছবি
  • আবেদন কারীর ইপিআই কার্ডের ফটোকপি
  • আবেদন কারীর বাবা এবং মায়ের ডিজিটাল জন্ম সনদের প্রিন্ট কপি
  • আবেদন কারীর অভিবাকের ট্যাক্স প্রদানের ফটোকপি
  • বাবা এবং মায়ের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি

৫ বছর থেকে বেশি বাচ্চাদের জন্ম নিবন্ধন করতে  কি কি লাগে?

  • আবেদন ফরম পূরনের প্রিন্ট কপি
  • আবেদন কারীর এক কপি পাসপোর্ট সাইজ ছবি
  • আবেদন কারীর বাবা এবং মায়ের ডিজিটাল জন্ম সনদের প্রিন্ট কপি
  • বাবা এবং মায়ের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
  • PSC/JSC/JDC/SSC/HSC যেটা থাকবে সেটার ফটোকপি

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন