চায়না থেকে পণ্য আমদানি করার নিয়ম?
বর্তমানে চাইনা হচ্ছে পৃথিবীর অন্যতম সেরা রপ্তানিকারক দেশ। সকল ধরনের প্রডাক্ট সেল করে চাইনা। বাংলাদেশও বিপুল পরিমান পন্য চাইনা থেকে আমদানি করে থাকে। চাইনা থেকে আমদানি বারার অন্যতম কারন হচ্ছে কম দামে মান সম্মত প্রডাক্ট। সো এই পোষ্টে আমি আপনাদের সাথে শেয়ার করবো
- চাইনা থেকে জাহাজে আমদানি করার নিয়ম কি কি?
- চাইনা থেকে জাহাজে সর্বনিম্ন কত প্রডাক্ট আমদানি করা যায়?
- চাইনা থেকে জাহাজে আমদানি করার খরচ কত?
- এবং চাইনা থেকে জাহাজে আমদানি করতে কত দিন লাগে?
![]() |
চায়না থেকে জাহাজে পণ্য আমদানী করার খরচ |
চাইনা থেকে জাহাজে আমদানি করার নিয়ম কি কি?
চাইনা বা বিশ্বের যে কোনো দেশ থেকে কোনো কিছু আমদানি করার জন্য আপনাকে আগে বাছাই করতে হবে আপনি কোন প্রডাক্ট গুলো আমদানি করতে চান? কোন প্রডাক্ট গুলো আমদানি করলে আপনার লাভ হবে এবং সেই প্রডাক্ট টি বাংলাদেশে বৈধ কি না।
এরপর আপনাকে আমদানি করার জন্য লাইসেন্স বানাতে হবে। কীভাবে আমদানি লাইসেন্স করবেন তা জানতে নিচের পোষ্ট টি দেখুন।
আরো জানুনঃ আমদানি লাইসেন্স করতে কি কি লাগে?
আমদানি লাইসেন্স পেলে এখন আপনি যে দেশ থেকে আমদানি করবেন সেই দেশের পাইকারি বিক্রেতা খুজতে হবে। যেহেতু আপনি চাইনা থেকে কিনবেন বা আমদানি করবেন সেহেতু আপনাকে চাইনার পাইকারি বিক্রেতা খুজতে হবে। এবিষয়ে ধারনা নেওয়ার জন্য আপনি আলিবাবা ডট কমে খোজ নিতে পারেন।
সব কিছু ঠিক হলে আপনি চাইনা থেকে বাংলাদেশে বৈধ এরকম যে কোনো প্রডাক্ট বাংলাদেশে আমদানি করতে পারবেন।
চাইনা থেকে জাহাজে সর্বনিম্ন কত প্রডাক্ট আমদানি করা যায়?
চাইনা থেকে জাহাজ আমদানি কৃত প্রডাক্ট দুই ধরনের কন্টাইনারে আনা হয়। যথাঃ-
- ২০ ফিট কন্টাইনার
- ৪০ ফিট কন্টাইনার
পন্যের ওজন আকৃতির উপর ভিত্তি করে ২০ ফিট কন্টাইনারে ২০ থেকে ৩০ টন পন্য আনা যায় এবং ৪০ ফিট কন্টাইনারে ৩০ থেকে ৬০ টন পন্য আনা যাবে। পন্যের আকার ছোট হলে আরো বেশি পন্য আনা যাবে। অর্থাৎ এটা সম্পূর্ণ পন্যের আকারের উপর নির্ভশীল ।
চাইনা থেকে জাহাজে আমদানি করার খরচ কত?
কন্টাইনারের উপর ভিত্তি করে জাহাজের আমদানি খরচ নির্ভর করে। ২০ ফিট এবং ৪০ ফিট কন্টাইনারের ভাড়া যথাক্রমে ৮ হাজার ডলার - ১০ হাজার ডলার এবং ১৩ হাজার ডলার থেকে ১৪ হাজার ডলার। তবে এর থেকে কম বা বেশি হতে পারে । কারন এটা পরিবর্তনশীল। এছাড়াও পোর্ট খরচ ৮ হাজার থেকে ১০ হাজার টাকা এবং কিছু কিছু সময় শিপিং বিল যুক্ত হয়। সাধারনত ১৪ দিনের মধ্যে আপনি যদি কাস্টোমস ক্লিয়ার করতে পারেন তাহলে কোনো শিপিং চার্জ নেওয়া হয় না।
চাইনা থেকে জাহাজে আমদানি করতে কত দিন লাগে?
জাহাজে চাইনা থেকে পন্য আনতে চাইলে আপনাকে একটু বেশি সময় অপেক্ষা করতে হবে। চােইনা থেকে জাহাজে আমদানি করতে সাধারনত কাস্টোমস ক্লিয়ারেন্স সহ ৪০ থেকে ৪৫ দিন সময় লাগে ।