বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিনা ভিসায় কোন কোন দেশ ভ্রমণ করা যায়?
পাসপোর্ট হলো কোনো দেশের নাগরিকের সর্ব্বোচ্চ পরিচয় পত্র। বিভিন্ন দেশের পাসপোর্টের মান বিভিন্ন। পাসপোর্ট পাওয়ার ইনডেক্স এর মতে বাংলাদেশের পাসপোর্ট দ্বারা ৪৯ টি দেশে বিনা ভিসায় ভ্রমন করা যাবে। যার মধ্যে ১৭ টি দেশে নন এরাইভাল ভিসার মাধ্যমে ভ্রমন করতে পারবেন আর ৩২ টি দেশে আপনাকে গিয়ে আপনাকে নন এরাইভাল ভিসা করতে হবে। নিচে দেশগুলোর নামের লিষ্ট দেওয়া হলোঃ![]() |
বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিনা ভিসায় কোন কোন দেশ ভ্রমণ করা যায়? |
You May Like This Post
কোনো প্রকার ভিসা লাগবে না অর্থাৎ নন এরাইভাল ভিসার মাধ্যমে যে ১৭ টি দেশ ভ্রমন করতে পারবেন তা হলো:
- Bahamas
- Barbados
- Dominica
- Fiji
- Gambia
- Granada
- Haiti
- Jamaica
- Lesotho
- Malawi
- Micronesia
- Saint Kitts and Nevis
- Saint Vincent and the Grenadines
- Trinidad and Tobago
- Vanuatu
- Montserrat
- Turk and Cicero Island
যে দেশে গুলোতে আপনাকে গিয়ে আপনাকে নন এরাইভাল ভিসা করতে হবেঃ-
- Bhutan
- Bolivia
- Cape Verde
- Comoros
- Guinea-Bissau
- Madagascar
- Maldives
- Mauritania
- Mozambique
- Nepal
- Nicaragua
- Timor Leste
- Togo
- Tuvalu
- Uganda
- Burundi
- Djibouti
- Azerbaijan
- Macau
- British Virgin Islands
- Macronesia
- Newey
এছাড়াও নিচের দেশ গুলোতে বিশেষ পারমিশনের মাধ্যমে বিনা ভিসায় ভ্রমন করতে পারবেন। দেশ গুলো হলোঃ-
- Cuba
- Samoa
- Seychelles
- Somalia
- Sri Lanka
- Laos
জনপ্রিয় পোষ্টঃ
- ই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া A to Z
- মালয়েশিয়া কাজের ভিসা আবেদন করতে কি কি লাগে? কত টাকা খরচ হয়?
- চায়না থেকে জাহাজে পণ্য আমদানী করার খরচ
বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিনা ভিসায় কোন কোন দেশ ভ্রমণ করা যায়?
২০২৩ সালে উক্ত দেশ গুলোতে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে বিনা ভিসায় ভ্রমন করতে পারবেন। আশা করছি এই পোষ্টটি আপনার ভালো লেগেছে। এরকম পোষ্ট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।